[Best_Wordpress_Gallery id="174" gal_title="ARCH_Pitha Utsab 1429"]

আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা-পুলির আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাংস্কৃতিক ক্লাব 'কৃষ্টি' ২৪ জানুয়ারি ২০২৩ (১০ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ) তারিখে স্থাপত্য বিভাগের প্রাঙ্গনে আয়োজন করেছে “পিঠা উৎসব-১৪২৯”। উক্ত আয়োজনে স্থাপত্য বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নানান রকম পিঠার সমাহারে সজ্জিত স্টলগুলোর মধ্যে রয়েছে "মিঠা পিঠা, অরণ্যে, ঘরোয়া পিঠা, খাই দাই পিঠা ঘর, গুম ব্যাচ এর পিঠাঘর" ইত্যাদি। উক্ত উৎসবে স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। পিঠা উৎসবের শেষপ্রান্তে শ্রদ্ধেয় অ্যাডভাইসর, ইকবাল হাবীব স্যার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে 'শ্রেষ্ঠ পিঠা স্টল' পুরস্কার প্রদান করেন।

Tagged: