এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড -১৯ পরিস্থিতিতে, শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে আসন্ন ফল-২০২০ সেমিস্টারে শিক্ষার্থীদের টিউশন ফি এর উপর একটি নির্দিষ্ট পরিমাণ waiver (১০%) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গৃহীত সিদ্ধান্তটি ফল- ২০২০ সেমিস্টারে ফাইনাল টিউশন ফিস এর সাথে সমন্বয় ও কার্যকর করা হবে।
গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ১০% waiver এর আওতায় আসার জন্য শিক্ষার্থীদের ফল ২০২০ সেমিস্টারের ফাইনাল পূর্বের সকল বকেয়া পরিশোধ করতে হবে।
সকল সম্মানিত একাডেমিক বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরদের উপরিল্লেখিত waiver সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের অবগত করনের জন্য অনুরোধ করা হল।
Architecture ডিপার্টমেন্টের স্প্রিং-২০২০ সেমিস্টারের Final পরীক্ষা, আগামী ১লা সেপ্টেম্বর, ২০২০ হতে শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে Architecture ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের Final পূর্ববর্তী সকল বকেয়া এবং Fall-2020 সেমিস্টারের রেজিস্ট্রেশন ফি আগামী ৭ই সেপ্টেম্বর এর মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সামার-২০২০ (Tri-Semester) এর Final পরীক্ষা আগামী ২৮শে আগস্ট, ২০২০ হতে শুরু হবে। Tri-Semester -এর সকল শিক্ষার্থীকে Summer-2020 সেমিস্টার Final পূর্ববর্তী সকল বকেয়া এবং Fall-2020 সেমিস্টারের রেজিস্ট্রেশন ফি আগামী ৭ই সেপ্টেম্বর এর মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Tri-Semester এর যে সকল শিক্ষার্থী সামার-২০২০ সেমিস্টারে ভর্তি সম্পন্ন করেছে তাদের Midterm পরীক্ষা আগামী ০৯ই আগস্ট হতে শুরু হবে। সামার-২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের Midterm পূর্ববর্তী বকেয়া পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
রেজিস্ট্রার অফিস